অয়ন-জিমির রহস্য উপন্যাস ছাপো
প্রিয় কিআ,
অনেক দিন থেকে ভাবছি তোমায় একটি চিঠি লিখব। তবে তা আর হয়ে ওঠেনি। অবশেষে এবার চিঠিটা লিখেই ফেললাম। তুমি আমাদের আরও বেশি করে সঙ্গ দাও, এটাই প্রত্যাশা করি। অবশেষে একটি ছোট্ট অনুরোধ রয়েছে। যদি পারো, তবে তুমি আমার জন্য ইসমাইল আরমানের লেখা অয়ন জিমির একটি রহস্য উপন্যাস দিয়ে দিয়ো। প্লিজ প্লিজ প্লিইইইইইইইজ!
অদিতি সরকার
নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: যাও, দিলাম! খুশি?
আরও পড়ুন