তারান্নুমের প্রতিদিনের গল্প

অলংকরণ: সব্যসাচী চাকমা

আমার নাম নুসাইবাহ্‌ তারান্নুম। আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি। মা ওঠার পরই আমি উঠে যাই। আমি হাত–মুখ ধুয়ে নাশতা খাই। এখন আমার স্কুল খুলেছে। গত বার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছি। এবার আমি তৃতীয় শ্রেণিতে উঠেছি। মামা আমাকে ও আপুকে নতুন স্কুলব্যাগ উপহার দিয়েছেন। অবসরে আমি টিভি দেখি, গান করি, বাগান ও পাখিদের যত্ন নিই। আপুর সঙ্গে খেলি। বই পড়ি। আপু আমাকে অনেক আদর করে। মা যখন অফিসে যায়, আপু আমার খেয়াল করে। বাবা আমাকে সিভিট ও চুইংগাম দেন। দাদুভাইয়ের সঙ্গে টিভি দেখি এবং খেতে বসি। এভাবে আমার দিন কেটে যায়।

নুসাইবাহ্‌ তারান্নুম

শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, মনিপুর স্কুল ও কলেজ

আরও পড়ুন