তিন গোয়েন্দার গল্প চাই
প্রিয় কিআ,
আমি তোমার অনেক পুরোনো পাঠক। জানো, আমার অনেক বান্ধবী আমাকে দেখে কিআ পড়া শুরু করেছে। আচ্ছা, তুমি তো প্রায়ই গোয়েন্দা কাহিনি ছাপাও, কিন্তু ‘তিন গোয়েন্দা’ নিয়ে বহু দি...ন কিছু ছাপাও না। তাই তোমার কাছে আমার বিশেষ আবদার, ‘তিন গোয়েন্দা’ নিয়ে একটা সংখ্যা ছাপাও। প্লিজ প্লিজ প্লিজ (প্লিজ ইনফিনিটি)। তুমিই তো বলেছ, চিঠিতে আবদার না থাকলে তোমার মনে হয়, আরে কী যেন নেই। যাহোক, যদি ছাপাও, তাহলে আমিও কিছু লেখা পাঠাতে পারি। আমার ‘তিন গোয়েন্দা’ ভীষণ ভালো লাগে। ভালো থেকো কিআ, অনেক ভালোবাসি তোমায়।
(বি.দ্র.: আমি গুছিয়ে লিখতে পারি না। কথাগুলো এলোমেলো হয়ে যায়। তুমি প্লিজ কিছু মনে কোরো না)
ফাতিহা রেইন
নবম শ্রেণি, সখিনা বালিকা উচ্চবিদ্যালয়, যশোর
কিআ: অনেক ধন্যবাদ তোমাকে। খুব গুছিয়েই চিঠি লিখেছ তুমি। একেবারেই এলোমেলো হয়নি। আশা করি তোমার বান্ধবীর সংখ্যা বাড়বে। সেই সঙ্গে বাড়বে আমাদের পাঠকসংখ্যাও। একসময় আবিষ্কার করব, কিআর সব পাঠকই রেইনের বান্ধবী! তিন গোয়েন্দা নিয়ে আমরা একবার সংখ্যা করেছি। রকিব হাসানের সাক্ষাৎকারও নিয়েছি। তাই তিন গোয়েন্দা নিয়ে আপাতত সংখ্যা করার পরিকল্পনা নেই। তবে গোয়েন্দা সংখ্যা হবে। সেটার জন্য তুমি লেখা দিতে পারো। ভালো থেকো।