উইন্ড ব্রেকার নিয়ে লেখা চাই

প্রিয় কিআ,

আগে তুমি ই–মেইল চেক করো। কত চিঠি পাঠিয়েছি তোমাকে (যদিও আমি নিশ্চিত নই যে তোমার কাছে চিঠিগুলো পৌঁছায় কি না। মেইলের ঠিকানা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার)। সে যা–ই হোক, আমি তোমার অনেক পুরোনো ভক্ত। (২০১৭ সালের অক্টোবর মাসের ‘ভূত সংখ্যা’ থেকে) একটা আবদার আছে তোমার কাছে। আমার প্রিয় অ্যানিমে ‘উইন্ড ব্রেকার’ নিয়ে লেখক প্রান্ত ঘোষ দস্তিদারকে লিখতে বোলো। আর হ্যাঁ, অন্তত ঠিকানাটা ঠিক আছে কি না, তা নিয়ে আমাকে নিশ্চিত করো (বিল্ডিংয়ের সানশেডে একটা কাক ডাকতে শুরু করেছে। কিআ... কিআ... কিআ... কিআ...। কাকও তোমার কাছে চিঠি লিখবে। এটা ছাপলে পরেরবার ওরটাও পাঠিয়ে দেব)।

নোশিন নিহির

নবম শ্রেণি, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী

কিআ: ই–মেইলের ঠিকানা ঠিকই আছে। উত্তর না দেওয়ায় তোমরা অনেকেই হয়তো ভাবো, চিঠি পৌঁছায়নি। আমরা এখন থেকে চেষ্টা করব প্রতিটি ই–মেইলের উত্তর দেওয়ার। কাকের চিঠিটা পাঠিয়ে দিয়ো। কাক ‘কিআ কিআ’ বলছে কেন, খোঁজ নিয়ে দেখো তো। গ্রাহক হতে চাচ্ছে মনে হয়। ওকে গ্রাহক হওয়ার নিয়মগুলো জানিয়ে দিয়ো।

আরও পড়ুন