‘কেমন করে উড়তে হয় না’ কমিকস নিয়ে মন্তব্য
প্রিয় কিআ,
আমি তোমাকে অনেক দিন থেকেই ‘কেমন করে উড়তে হয় না’ কমিকসটির সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না, আজ যেহেতু সুযোগ পেয়েছি, তাই বলি, কোথায় কোথায় সংস্কার করতে হবে। আমার প্রস্তাবগুলো উপস্থাপন করছি—
১. কমিকসের চরিত্রগুলোর সংলাপ অনেক কম। যার কারণে গল্পটি কেমন বা কোন দিকে যাচ্ছে, তা বুঝতে অসুবিধা হয় (আমার কাছে মনে হয়েছে)।
২. কমিকসটির ছবিগুলো দারুণ হলেও বহুপৃষ্ঠাবিশিষ্ট (আমাদের ছিমছাম কিআর জন্য যা মোটেও স্বাস্থ্যকর নয়)।
[বি. দ্র. এই মাসের কিশোর আলোর শেষ পাতায় কুইজ বিজয়ীদের মধ্যে আমার এক পুরোনো বান্ধবীর নাম দেখেছি। আমার পক্ষ থেকে ‘আতিয়া আজিজাহ্’কে অভিনন্দন জানিয়ে দিয়ো কিন্তু!
আফিয়া রাইসা
ষষ্ঠ শ্রেণি, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল
কিআ: তোমার পর্যবেক্ষণ দারুণ। সারা বিশ্বেই নানা ধরনের কমিকসের চর্চা হয়। এমনকি সংলাপহীন কমিকসও দারুণ জনপ্রিয়। একেকটা কমিকসের ধরন একেক রকম। ‘কেমন করে উড়তে হয় না’ কমিকসটা ধরনই এ রকম। সংলাপ, গল্প, আইডিয়া, আঁকা সবকিছু মিলিয়ে কমিকসটা বিবেচনা করতে হবে। আর তোমার বান্ধবী আতিয়াকে অনেক অভিনন্দন। তোমাকেও ধন্যবাদ। আবার চিঠি দিয়ো।