মাহরিনের নোটবুক

অলংকরণ: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

আমি মাহরিনের নোটবুক। মাহরিন প্রতিদিন আমার পাতায় গল্প, চিঠি, কবিতা, ছড়া ইত্যাদি লেখে। তোমার কাছে মেইলও করে। তবে দুর্ভাগ্যবশত তুমি একটি চিঠিও ছাপাও না। তাই মাহরিনের নোটবুক হয়ে তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। সেটা হলো, আমি তোমার কাছে মাহরিনের পক্ষ থেকে এই চিঠি লিখছি। তুমি চিঠিটি ছাপাবে। মাহরিন দেখলে অনেক খুশি হবে। আমিও খুশি হব। তবে না ছাপলে আমরা অনেক মন খারাপ করব। জানি, গিলতে একটু কষ্ট হবে। তা-ও ছাপিয়ো।

মাহরিন নাঈর

বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: চিঠি লিখেছ ভালো কথা। কিন্তু তোমার পাতায় মাহরিন যে গল্প, কবিতাগুলো লেখে, সেগুলো পাঠাবে কে? তোমাকেই তো দায়িত্ব নিতে হবে, নাকি? পাঠানো শুরু করো। আশা করি চিঠি দেখে মাহরিন খুশি হয়ে তোমার পাতায় সুন্দর কিছু লিখবে। ভালো থেকো।