একাকিত্বের সঙ্গী কিআ
প্রিয় কিআ,
তোমাকে ভালোবাসি, তবে তোমাকে ঠিক কতটা ভালোবাসি, তা জানি না। আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। তোমাকে প্রথম দেখেছিলাম সেপ্টেম্বর ২০১৬–তে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়তে বাধ্য হয়েছিলাম। তুমি হলে আমার একাকিত্বের সাথি, আমার আবেগ, স্মৃতি। দীর্ঘ চার বছর মা–বাবাকে ছাড়া হোস্টেলে বেড়ে উঠেছি, সে সময় তুমি আমাকে মা–বাবা ছেড়ে দূরে থাকার কষ্ট বুঝতে দাওনি। তুমি আমাকে যতটা ভালোবেসেছিলে, আমি হয়তো তোমাকে ততটা ভালোবাসতে পারিনি। তা না হলে হোস্টেলজীবন পার করার পর তোমাকে ভুলে যেতাম না। যদি সম্ভব হয়, আমাকে ক্ষমা করো। আবার দীর্ঘ দুই বছর পর যখন তোমাকে দেখলাম, তখন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। তাই তোমার সামনে আমার ব্যথিত হৃদয় প্রকাশের চেষ্টা করলাম। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা (বিলম্বে শুভেচ্ছা জানানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত)। তোমার কাছে আবদার করার অধিকার আমি হারিয়েছি, তাই তোমার কাছে দুটো অনুরোধ রইল—নিয়মিত বিভাগ ‘নিজেকে জানো’ কি আবার চালু করা যায়? আর আদনান মুকিত ভাইয়ের ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’র পার্ট দুই কি প্রকাশ করা সম্ভব হবে?
সিয়াম খান
দ্বাদশ শ্রেণি, ডি এস কে এম ডেমরা, ঢাকা
কিআ: ভুলে গিয়ে ভালোই করেছ। না হলে তো খুঁজে পাওয়ার আনন্দটা পেতে না (তাই বলে আবার ভুলে যেয়ো না)। ‘নিজেকে জানো’ আবার চালু করার চেষ্টা করছি আমরা। আর ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’র দ্বিতীয় পর্ব নিয়ে এখনই কিছু বলতে পারছি না। লেখককে ভালোমতো চেপে ধরতে হবে। তার আগে তোমরা আরও মজার একটা ধারাবাহিক পাবে নতুন বছরে—এটা নিশ্চিত। ভালো থেকো।