অয়ন-জিমির ভক্ত
প্রিয় কিআ,
আর কত দিন নার্ভাস নাইনটিতে পড়ে থাকবে? একটা বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করলেই তো পারো। একজন পুরোনো পাঠকের এটুকু পরামর্শ তো শুনতেই পারো, নাকি? এপ্রিল সংখ্যার ‘টেম্পার অ্যাকশন ক্লাব’ উপন্যাসটা ছিল দারুণ। গল্পগুলোও ছিল জমজমাট। কিআ পড়তে পড়তে মনে হলো, কী যেন একটা নেই নেই ভাব। তখন বুঝতে পারলাম ‘আমরা সবাই রাজা’ বিভাগটি উধাও। এবার আমিও কিন্তু ‘আমরা সবাই রাজা’ বিভাগের জন্য লেখা পাঠিয়েছি। বহুদিন ধরে ‘অয়ন-জিমি রহস্য’ উপন্যাস ছাপাচ্ছ না। আমি আর আমার ছোট ভাই যে অয়ন-জিমির কত বড় ভক্ত, তা বর্ণনাতীত। ধরো, অয়ন-জিমি বাংলাদেশে বেড়াতে এল। তারপর...এ রকম একটা প্লটের ওপর গল্প হলে বেশ হতো। লেখক ইসমাইল আরমানকে এ ব্যাপারে জানিয়ো। ভালো থেকো কিআ। অনেক অনেক শুভকামনা রইল।
লিসান আহমেদ
দশম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
কিআ: দারুণ আইডিয়া। ‘অয়ন-জিমি বাংলাদেশে’—এটা নিয়ে কিন্তু প্রচ্ছদও হতে পারে, কী বলো? তোমার আইডিয়ার কথা ইসমাইল আরমানের কাছে পৌঁছে দিয়েছি। বাকিটা তাঁর হাতে। ভালো থেকো।