এক রাতেই কিআ পড়া শেষ
প্রিয় কিআ,
উফ! অসাধারণ একটা সংখ্যা! একদম আমার মনের মতো। ‘তিন গোয়েন্দা পান্না-রহস্য’ ছিল অসাধারণ। ‘ভিনপাড়ার আগন্তুক’ গল্পটাও দারুণ ছিল। এ মাসের কিআ এতটাই দারুণ ছিল যে আমি এক রাতেই পড়ে শেষ করে ফেলেছি। আমার জীবনে সবচেয়ে কম সময়ে কিআ পড়ে শেষ করার রেকর্ড এটা (তবে এই রেকর্ড গড়ার জন্য পুরস্কার পাওয়া তো দূরের কথা, বরং মা জানতে পারলে কিছু বকা জুটবে কপালে। কারণ সামনে আমার মাধ্যমিক পরীক্ষা) আরও একটা কথা বলার আছে। ডিসেম্বর সংখ্যায় দেখলাম একজন এআই আর্টের বিরোধিতা করেছে। আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। আর্টগুলো দেখতে সুন্দর হলেও সেটার মধ্যে প্রাণহীনতা ও যান্ত্রিকতা থেকেই যায়। তাই এই আর্ট যতটা এড়ানো যায়, ততই ভালো হয় বলে আমি মনে করি। সব শেষে অসংখ্য ধন্যবাদ এত্ত সুন্দর একটা সংখ্যা উপহার দেওয়ার জন্য।
জারিন আনান
মাধ্যমিক পরীক্ষার্থী, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালপুর
কিআ: সংখ্যা ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আশা করি ভবিষ্যতেও তিন গোয়েন্দা হাজির হবে নতুন কোনো রহস্য নিয়ে। তখন নিশ্চয়ই সবচেয়ে কম সময়ে কিআ পড়ার ব্যক্তিগত রেকর্ড ভেঙে ফেলবে তুমি। চিঠির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, জারিন (এ সংখ্যাটা মায়ের কাছ থেকে লুকিয়ে রেখো)।