কাইজু নাম্বার এইট

প্রিয় কিআ,

তোমার দ্রুততম পাঠককে স্বাগত জানাবে না? এখন পর্যন্ত এমন কোনো সংখ্যা নেই যা সন্ধ্যায় এনে রাত ৯টা পর্যন্ত যেতে পেরেছি। আমি আসলে অ্যানিমের অনেক বড় ভক্ত। তাই প্রান্ত ঘোষ দস্তিদার স্যারের কাছে ‘কাইজু নাম্বার এইট’ অ্যানিমেটি নিয়ে অ্যানিমে কথন চাই। তা না হলে তাঁর অবস্থাও তেমন হবে, যেমন কাফকার সঙ্গে লড়া প্রথম কাইজুটির হয়েছিল। নিচে একটি কার্টুন দিয়ে দিয়ো। তা ছাড়া শার্লক হোমসের গল্পও ছেপো। আর যদি আমার চিঠি না ছাপো, কিআ = প্রান্ত ঘোষ দস্তিদার = প্রথম লড়াইয়ের সেই কাইজু...

আযকার মাশরুর, অষ্টম শ্রেণি, আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জ

কিআ: এ তো খুবই চিন্তার বিষয়। এত দ্রুত কিআ পড়ে ফেললে তো বিপদ। এ জন্য এবার সাজিয়ে গণিত সংখ্যা। আশা করি এবার গণিত নিয়ে মাথা খাটাতে কিছুটা সময় লাগবে। আবার উল্টোটাও হতে পারে, দেখা গেল, গণিত অংশ বাদ দিয়ে বাকিটা পড়ে ফেলেছ। সে ক্ষেত্রে মনে হয় রাত আটটার বাংলা সংবাদের আগেই আমি শেষ...

আরও পড়ুন