স্কুলের মাঠ কি শুধু দেখানোর জন্য?

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

এ চিঠিটি যারা পড়ছ, তাদের কাছে আমার একটি প্রশ্ন—স্কুলের মাঠ কি শোপিস? অর্থাৎ শুধু দেখানোর জন্য মাঠ তৈরি করা হয়? নাকি স্কুলের শিক্ষার্থীরা যেন খেলাধুলা করতে পারে, সে জন্য তৈরি করা হয় মাঠ? অবশ্যই মাঠ থাকে খেলার জন্য। কিন্তু এখনকার স্কুলগুলোতে (বিশেষ করে আমার স্কুল) শিক্ষার্থীদের খেলার অনুমতি দেওয়া হয় না। আশপাশে কোনো মাঠ না থাকায় আমাদের বাসায় বসে থাকতে হয়, একঘেয়েমি দূর করতে আমরা মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করি। দিন শেষে সেই স্কুলই আমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয় পড়ায়। তাহলে লাভ কী হলো? আমার এই লেখার মাধ্যমে আমি বাংলাদেশের সব স্কুলশিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই, আমাদের খেলতে দিন, ভালো থাকতে দিন।

তাহমিদ ইকবাল

নবম শ্রেণি, এ কে স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: ধন্যবাদ তাহমিদ। খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে লিখেছ তুমি। নিয়ম অনুযায়ী প্রতিটি স্কুলেই খেলার মাঠ থাকার কথা, যেন শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতে পারে। শরীর ও মন ভালো রাখতে মাঠে খেলাধুলা করার কোনো বিকল্প নেই। অভিভাবক ও শিক্ষকদেরও উচিত খেলার ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া। শুধু তা–ই নয়, প্রতিটি স্কুলে নিয়মিত বিভিন্ন খেলার আয়োজন করা দরকার। খেলার সঙ্গে পরিচয় হওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হলো স্কুল। বাংলাদেশে অনেক স্কুল আছে, যেখানে খেলার মাঠ নেই। কিন্তু মাঠ থাকার পরও তোমাদের স্কুলে খেলতে দেওয়া হচ্ছে না, ব্যাপারটা দুঃখজনক। যেহেতু শিক্ষকেরা তোমাদের ভালোবাসেন, আমরা আশা করব এই গুরুত্বপূর্ণ চিঠিটি তাঁরা পড়বেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন। ভালো থেকো তুমি।

আরও পড়ুন