পড়ালেখার পাশাপাশি কিআ দরকার
প্রিয় কিআ,
এবারের কমিকগুলো ভালো লেগেছে। তবে ‘কেমন করে উড়তে হয় না’ এই ধারাবাহিক কমিকসটি খুব ছোট আর কম মনে হয়েছে। ফাহিম আনজুম রুম্মান আশা করি ভবিষ্যতে অনেক বড় আর বেশি লেখা দেবেন। আমি সাহস করে মে মাসে তোমাকে একটা লেখা পাঠিয়েছিলাম। নাম হলো হারানো বিজ্ঞপ্তি। কিন্তু তুমি তো ছাপলে না। কিন্তু আমি কষ্ট পাইনি (কারণ, তুমি আমার বন্ধু)। কিন্তু পরে জুলাই মাসে ৯টি গল্প দেখে আমি মনে মনে অনেক খুশি হই। কিন্তু ৯টি গল্প পড়তে আমার সময় লেগেছিল। কারণ, জুলাই মাসে আমার অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। তা-ও আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে পড়েছি। কারণ, পড়ালেখার পাশাপাশি আমার তোমাকেও দরকার।
আজরা আহমেদ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: এ জন্য এবার মাত্র দুটি গল্প। যেন তুমি দ্রুত পড়ে শেষ করতে পারো। আবার যদি মনে করো, এত দ্রুত শেষ হয়ে গেল কেন—সে জন্য একটা আস্ত উপন্যাসও আছে। এখন কোনটা আগে পড়বে? দেখো, যেটা ভালো মনে করো।