চট্টগ্রাম থেকে লেখা চিঠি

চিঠিপ্রতীকী ছবি

প্রিয় কিআ,

কয়েকদিন আগে কেউ একজন তোমাকে সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে তুলনা করেছিল। সেটা দেখে হঠাৎ একটা সুন্দর ঘটনা মনে পড়ে গেল। অনেকদিন আগে (তখন আমি বরিশাল থাকতাম) চিঠিপত্তর বিভাগেই দেখছিলাম ‘রশ্মি তুলতুল চৌধুরী’ নামে চট্টগ্রাম থেকে একজন চিঠি লিখেছেন। এ বছর আমরা বদলি হয়ে কক্সবাজার এসেছি। আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ছিল চট্টগ্রামে। ফলাফল ঘোষণার সময় হঠাৎ শুনি ‘রশ্মি তুলতুল চৌধুরী’। আমি তখনই চিনে ফেললাম (আমি খুব ভালো নাম মনে রাখতে পারি)। আমার তখন খুবই খুশি লাগছিলো। মনে হচ্ছিল, খুব চেনা কারও নাম শুনছি। যদিও পরে রশ্মি আপুকে খুঁজে পাইনি। কিন্তু দেখো, তোমার মাধ্যমে সবার মধ্যে কি সুন্দর ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে! আশা করি রশ্মি আপু হয়তো এই চিঠিটা পড়বে। আমার হয়ে তাকে অভিনন্দন জানিয়ে দিও।

নওশীন সাকিরীন

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার

কিআ: অসাধারণ! খুব ভালো লাগল তোমার এই ঘটনাটা জেনে। রশ্মি তুলতুল চৌধুরী, জাতি তোমার উত্তরের অপেক্ষায়। হয়তো আবার কোথায় দেখা হয়ে যাবে তোমাদের। ভালো থেকো তোমরা দুজনই।

আরও পড়ুন