'সারা জীবন এভাবেই আমাদের ভালোবাসায় ধরে রেখো'
প্রিয় কিআ,
আমার লেখা এই চিঠিটা ষষ্ঠ কিংবা সপ্তমবারের। মজার বিষয় হলো, তুমি আমার একটা চিঠিও ছাপাওনি। ভাবতে পারো, বিষয়টা মজার হলো কীভাবে? বলছি, কারণ আমার কাছে চিঠি লিখতেই ভালো লাগে। ছাপাও বা না ছাপাও, তাতে কী আসে–যায়! আরেকটা বিষয়, তোমাকে যতই লিখছি, ততই যেন তোমার ব্যাপারে আরও গভীরভাবে জানতে পারছি। তুমি কোন কোন চিঠি পছন্দ করো, কোনগুলো করো না। ইত্যাদি। যাক, এত লিখে তোমার চিঠি পড়ার সময় নষ্ট করব না। ভালো থেকো। আর সারা জীবন এভাবেই আমাদের ভালোবাসায় ধরে রেখো। বিদায়!
গৌতম চন্দ্র বর্মন
দশম শ্রেণি, নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ময়মনসিংহ
কিআ: শাবাশ! একেই বলে ইতিবাচক চিন্তা। এতগুলো চিঠি যে ছাপিনি, এ জন্য খুবই দুঃখিত। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। অন্তত এটা জানতে পারলাম যে আমি কোন ধরনের চিঠি পছন্দ করি, এটা কেউ না কেউ তো জানে। যদি কখনো নিজেই ভুলে যাই, গৌতম তো আছেই মনে করিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে।