আমি আবার আগের আমিকে খুঁজে পেয়েছি
প্রিয় কিআ,
অনেক দিন পর তোমাকে চিঠি লিখতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। আসলে গত ৬ তারিখ বৃহস্পতিবার স্কুল থেকে বাসায় আসার পথে রাস্তা পার হতে গিয়ে একটা ভ্যানের সঙ্গে ধাক্কা খাই আমি। ধাক্কা খেয়ে ওখানেই পড়ে যাই। প্রচণ্ড ব্যথা পাই পায়ে। আমাদের স্কুলেরই দুই–একজন এসে আমাকে উঠতে সাহায্য করে। এরপর কয়েকজন আন্টি এসেও আমাকে সাহায্য করেন। আমার স্কুলেরই দুজন শিক্ষক আমাকে দেখতে পেয়ে আমার জন্য রিকশা ঠিক করে দেন। হঠাৎ এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই চলে যাই ডাক্তারের কাছে। পরদিন আমার খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল আমাদের। বিয়ে তো বাদই দিলাম, বাসার বাইরে যাওয়াই বন্ধ হয়ে গেল আমার। পা ভেঙে যায়নি, তবে পায়ের নিচে যে অংশটায় নামাজ পড়ার ফলে অনেক সময় কড়া পড়ে যায়, ওখানে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। রক্ত আর পানি জমা হয়েছিল। তারপর আর কী, একগাদা ওষুধসহ টানা তিন সপ্তাহ বাসায়। আজ ২২ তারিখ শনিবার। আমার প্রিয় বইমেলাতেও যাওয়া হলো না। তবে এই কয়েকটা দিন আমি পড়াশোনায় একদম পিছিয়ে পড়েছি। ফোনের ব্যবহার অনেক বেড়ে গিয়েছিল। সত্যি কথা, এই যে দু–তিন দিন আগে মা তোমাকে বাসায় নিয়ে আসে। দুই–তিন ঘণ্টার মধ্যে প্রায় তোমার পুরো সংখ্যা গোগ্রাসে পড়ার পর যেন আমার মনে হলো, আমি আবার আগের আমিকে খুঁজে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ, এভাবে আমাকে সাহায্য করার জন্য। ভালো থেকো, প্রিয় বন্ধু।
তাসফিয়াহ তাবাসসুম
দশম শ্রেণি, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া
কিআ: ভয়ংকর ব্যাপার। ভাগ্য ভালো যে আরও বড় কোনো ক্ষতি হয়নি। দ্রুতই তুমি সুস্থ হয়ে উঠবে। তবে আবার যখন বাইরে যাবে, সতর্ক থাকবে। রাস্তায় রিকশা-ভ্যান ইদানীং বেপরোয়াভাবে চলছে। ওরা যেহেতু সতর্ক হবে না, আমাদেরই সতর্ক হতে হবে। বিপদের সময় তোমাকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছি জেনে ভালো লাগছে। তোমার জন্য শুভকামনা। ভালো থেকো।