গল্পটির সঙ্গে আমার ঘটনা হুবহু মিলে গেছে

প্রিয় কিআ,

প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। গত নভেম্বর মাসে তুমি একটি গল্প ছেপেছিল ‘আরশির নতুন স্কুল’। গল্পটির সঙ্গে আমার একটি ঘটনা হুবহু মিলে গেছে। একটু খুলে বলি, এ বছরের শেষের দিকে আমার এক কাছের বন্ধুর বদলির খবর আসে। ওর নাম রুসাফা। আমি ও আমার বাকি বন্ধুরা এতে অনেক ভেঙে পড়ি। তবে সময় ও পরিস্থিতি অনুযায়ী সামলে নিই নিজেদের। সামনের বছর রুসাফা আর আমাদের সঙ্গে থাকবে না। ফিরে পাব না হারিয়ে যাওয়া সোনালি সময়গুলো। তাই নতুন বছরে এই চিঠি ওকে একটি স্মৃতি হিসেবে উপহার দিতে চাই। তাই প্লিজ তুমি এই চিঠিটা ছেপে ওকে সারপ্রাইজ দিয়ে দাও। আর এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য লেখক শাত শামীমকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই তোমাকেও। ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার!

রেজওয়ানা চৌধুরী

অষ্টম শ্রেণি, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী

কিআ: বন্ধু চলে যাচ্ছে, এটা সত্যিই খুব কষ্টের। কিন্তু বন্ধুত্বের শক্তি হলো, দীর্ঘদিন পর দেখা হলেও মনে হয় না যে এত দিন দেখা হয়নি। রুসাফার সঙ্গে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের। আর অনলাইনে তো যোগাযোগ হবেই। তা–ও যদি না হয়, আমি তো আছি। আমাকে বোলো। আর লেখককে তোমার ধন্যবাদ পৌঁছে দিয়েছি। তোমাকেও অনেক ধন্যবাদ।

আরও পড়ুন