ক্রিকেট নিয়ে সংখ্যা চাই

মুশফিকুর রহমান

প্রিয় কিআ,

অনেক অভিমানের পরও তোমার কাছে চিঠি লিখছি। টানা দুবার আমি চিঠি পাঠালেও তুমি জবাব দাওনি। এবারের চিঠিটা আমি অনেক আশা নিয়ে লিখছি, আমি চেয়েছিলাম নতুন ভক্ত হিসেবে আমার নাম স্মরণীয় করে রাখতে। তা আর সম্ভব হয়নি। আমি জানি যে আমার লেখা ভালো না, অনেক অগোছালো। কিন্তু তারপরও চিঠি লিখছি। আমার ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে। তোমার কাছে আমার অনুরোধ, ক্রিকেট বিষয়ে একটি সংখ্যা তৈরি করো। আর আমি কুইজের উত্তর প্রতিবারের মতো এবারও পাঠিয়েছি। তুমি চাইলে আমাকে পুরস্কার দিতে পারো।

আজ আর নয়। আশা করি আমার অনুরোধগুলো রাখবে।

তাহসিন মাহফুজ

সপ্তম শ্রেণি, নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, নাটোর

কিআ: ক্রিকেট নিয়ে আমরা আগেও সংখ্যা করেছি। আবার করব ২০২৬ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। তার আগপর্যন্ত নিয়মিত ক্রিকেট নিয়ে লেখা তো প্রতি সংখ্যাতেই থাকবে। আশা করি লেখাগুলো ভালো লাগবে তোমার। তুমি কী ধরনের লেখা চাও, জানিয়ে রাখতে পারো। আমরা সেগুলো ছাপাতে চেষ্টা করব।

আরও পড়ুন