কিআ পাঠকের দ্বিতীয় ভাষা বাংলা

আঁকা: সব্যসাচী চাকমা

প্রিয় কিআ,

জানো! গত মাসে আমার কাজিন আমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তোমাকে চিনে আমি গর্বিত। আমার কাজিন রাতুলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। ওখানেই আমি বসবাস করি। মে মাসে বাংলাদেশে ঘুরতে এসেছি নানা-নানুর কাছে। আগামী মাসে আবার চলে যাব। তাই ভাবলাম নতুন পাঠক হিসেবে তোমাকে একটা চিঠি দিয়েই যাই। আমি বাংলা স্পষ্টভাবে বলতে বা পড়তে শিখলেও স্পষ্টভাবে লিখতে শিখিনি। তাই রাতুলকে দিয়ে লিখিয়েছি। চলে যাব বলে ভেবো না আমি তোমাকে পড়ব না। অবশ্যই পড়ব। আমি বাবাকে দিয়ে পুরোনো বইয়ের দোকান থেকে কিআর ১৩টি পুরোনো সংখ্যা আনিয়েছি নিয়ে যাব বলে। আমার জন্য দোয়া করবে প্লিজ।

সরওয়ার হোসাইন

কিআ: দারুণ ব্যাপার! তোমার সৌজন্যে তো আমেরিকা ভ্রমণ করে ফেলবে কিআ। এই লেখা তোমার কাছে পৌঁছাবে কি না, জানি না। রাতুল নিশ্চয়ই তোমাকে জানাবে। তুমি কিন্তু আমেরিকা থেকেই কিশোর আলো পড়তে পারবে। কিশোর আলো ই-ম্যাগাজিন পুরো বিশ্ব থেকেই পড়া যায়। তুমি সাবস্ক্রাইব করলেই পড়তে পারবে যেকোনো ডিভাইসে। আরেকটা ব্যাপার, যেহেতু বাংলা লিখতে কষ্ট হয় তোমার, তুমি ক্যালিফোর্নিয়া থেকেই ই–মেইল করতে পারো। তবে তুমি কিন্তু এ যুগের কিশোর পাশা। কিশোরও কিন্তু ক্যালিফোর্নিয়াতেই থাকে, রকি বিচে। তোমার সঙ্গে দেখা হলে বোলো বাংলাদেশে এসে ঘুরে যেতে। তুমিও আবার এসো। রাতুলকে অনেক ধন্যবাদ তোমার হয়ে চিঠি লিখে দেওয়ার জন্য। দুজনের জন্যই শুভকামনা।

আরও পড়ুন