৯টি ভূতের গল্প দেখে খুশি
প্রিয় কিআ,
এবারের ভূতের সংখ্যাটা দারুণ ছিল। প্রথমে ‘আমরা সবাই রাজা’ বিভাগ দেখতে না পেয়ে একটু কষ্ট পেয়েছিলাম। তবে ৯টি ভূতের গল্প দেখে মনটা কিছুটা ভালো হয়েছে। আমার মাথায় না মাঝেমধ্যে একটা প্রশ্ন ঘুরঘুর করে। যদি কখনো কিশোর আলো ম্যাগাজিন ছাপা বন্ধ হয়ে যায়, তখন আমাদের মতো পাঠকদের কী হবে?
রাইয়্যানে জান্নাত
সপ্তম শ্রেণি, ইবনে তাইমিয়ার স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা
কিআ: আরে কী বলো, তোমরা থাকতে কিশোর আলো বন্ধ হবে কেন? কেউ চাইলেও তোমরা কি তা হতে দেবে? আর যদি এমন কোনো পরিস্থিতি হয় যে বের করা সম্ভব হচ্ছে না কোনো কারণে, তখন কিশোর আলোর ওয়েবসাইট তো থাকবেই। এ নিয়ে ভেবো না। তোমরা যত দিন আছো, কিআও আছে তোমাদের সঙ্গে।