স্মৃতি ধরে রাখার জন্য ব্লুলক নিয়ে লেখা চাই

ব্লুলক অ্যানিমে

প্রিয় কিআ,

কী বলব তোমাকে! পড়াশোনার এত চাপ! তা–ও এই চাপের মধ্যে চিঠি লেখার ইচ্ছা জাগল। গত সংখ্যায় ‘মুক্তির স্বাদ’ গল্পটি আমার ভালো লেগেছে। সত্যি কথা বলতে, পড়াশোনার চাপ এবং প্রচুর ব্যস্ততার কারণে আমার মাঝেমধ্যেই বিড়াল অথবা পাখি অথবা মাছ হয়ে যেতে ইচ্ছা করে। আর গল্পের মধ্যে আমি আমার নিজের প্রতিবিম্ব খুঁজে পেয়েছি। হয়তো পুরোপুরি না। তোমার ভাগ্য ভালো যে সামনে এসএসসি পরীক্ষা। না হলে তোমাকে আমার আবদারের ঝুড়িতে ফেলে দিতাম। তবু সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ আবদার তুলে নিলাম। প্রান্ত ঘোষ দস্তিদার স্যারের কাছে অনুরোধ, তিনি যেন ‘ব্লুলক’ নিয়ে লেখেন। অন্যান্য অ্যানিমের চেয়ে ব্লুলক নিয়ে আমার এবং আমার তিন বান্ধবী মুবাইতা, মাহজাবিন আর মুনতাহার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই স্মৃতি ধরে রাখার জন্য এই অ্যানিমে নিয়ে লেখা চাই। আশা করি আমার অনুরোধ পূরণ হবে। আর এবার যদি চিঠি আর অনুরোধ পূরণ না হয়...! আমরা চারজন আসছি মাসের শেষে, তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য!

নুজহাত তাবাস্‌সুম

এসএসসি পরীক্ষার্থী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: প্লিজ, তুলে নিয়ে গেলে মাসের শুরুতে এসো। কিআ বের করতে হবে না? মাসের শেষে আমাদের শ্বাস নেওয়ারই সময় নেই। কিডন্যাপ হব কখন? তবে আমার মনে হয়, তোমরা আগামী কয়েক মাস আমাকে তুলে নিতে আসতে পারবে না। এসএসসি পরীক্ষা না? ফলে বেশ কিছুদিন সময় আছে। দেখি, প্রান্ত ঘোষ দস্তিদারকে রাজি করানো যায় কি না। তোমরা চার বন্ধু ভালো থেকো, বেশি করে পুষ্টিকর খাবার খাও। সামনে তো পরীক্ষা আছেই, এ ছাড়া আমাকে তুলে নিতে হবে না?

আরও পড়ুন