বহুদিন ধরে ইচ্ছে ছিল তোমাকে চিঠি লিখব
প্রিয় কিআ,
উফ্! কী ভয়ংকর কিছুদিন গেল। মন খুলে কথা বলার মতো কেউ নেই। সবার মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তোমাকে পেয়ে যে কী খুশি হলাম! তোমাকে হাতে পেলেই আমার সব দুঃখ-কষ্ট ভুলে যাই। জানো, আমার কাছে মাঝখানের তিন-চারটি সংখ্যা ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটি সংখ্যা রয়েছে। আমি না খুব বইপড়ুয়া। আমাদের বাসায় তিনটি বড় শেলফ রয়েছে, যার সব কটিই পরিপূর্ণ। আমি ইতিমধ্যে তিন গোয়েন্দা ও অয়ন-জিমির সব ভলিউম পরে শেষ করেছি। সম্প্রতি মাসুদ রানারও বেশ কিছু বই পড়েছি। যদিও আমাদের কাছে সব কটি মাসুদ রানা আছে। বহুদিন ধরে ইচ্ছে ছিল তোমাকে চিঠি লিখব। যখনই ‘চিচিপত্তর’-এ যেতাম, তখনই মনের মধ্যে হাহাকার উঠত। আজ সাহস করে লিখে দিলাম। কিআ-সংশ্লিষ্ট সবাই এবং সব পাঠককে অফুরন্ত লাল গোলাপের শুভেচ্ছা।
তাসবির জাহান
অষ্টম শ্রেণি, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: অয়ন-জিমি সব পড়ে ফেলেছ! এবার তাহলে অয়ন-জিমির নতুন অভিযান পড়ো।