প্রিয় কিআ,
তুমি কি জানো যে তুমি আমার কত প্রিয় বন্ধু? যখন আমার মন খারাপ থাকে, তখন তুমি আমার মন ভালো করে দাও। যেমন ধরো কালকের কথা। আমার খুব মন খারাপ ছিল। তখন তুমি আমার মন ভালো করে দিলে। ফেব্রুয়ারির ৬ তারিখে আমার জন্মদিন! তোমার দাওয়াত রইল। তবে তোমাকে আমি কেকের বদলে কিছু পেজ খাওয়াব! জাতে তুমি মোটা হও। দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি ধারাবাহিক উপন্যাসটি আমার খুব ভালো লাগে। আর অ্যানিমে-কথন কিন্তু এবার ছাপিয়ো। যদি ‘ডেমন স্লেয়ার’ অ্যানিমেটি ছাপো, তাহলে খুশি হতাম। তা ছাড়া অ্যানিমে আঁকতে আমার খুব ভালো লাগে। তোমাকে একটা ছবি পাঠালাম, কেমন হয়েছে জানিয়ো!
নুসরাত জাহান
পঞ্চম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: এত ভালো ভালো অ্যানিমে থাকার পরও তোমার মন খারাপ হয় কেন বলো তো? ‘ডেমন স্লেয়ার’ তো তোমরা দেখেই ফেলেছ। সেটা আবার ছাপা কি ঠিক হবে? তা ছাড়া অনুমতিরও ব্যাপার আছে। তবে কয়োহারু গোতুগের এই অনবদ্য অ্যানিমে নিয়ে লেখা ছাপা যেতে পারে। মাথায় রাখলাম। তোমার আঁকাটাও খুব সুন্দর হয়েছে। শুভ জন্মদিন, নুসরাত। অনেক শুভকামনা তোমার জন্য।
মার্ভেলাস কিআ
মাইন্ড রিডিং কবে শিখলে বলো তো? আমি ডিসেম্বরে ভাবছিলাম, মার্ভেলের একটা সংখ্যা থাকলে ভালো হতো। জানুয়ারির সংখ্যাটা দেখে তো আমি অবাক। এ ছাড়া এর আগে যখন শার্লক হোমসের কথা ভাবছিলাম, তখন তুমি গোয়েন্দাদের সংখ্যাটা ছাপালে। তোমাকে তো অ্যাভেঞ্জাররা দলে নিতেই পারে এই সুপারপাওয়ারের জন্য। আমি অ্যাভেঞ্জারদের একটা ছবি এঁকেছি। তোমাকে পাঠালাম। আর তোমার প্রিয় সুপারহিরো কে বলো তো? ভালো থেকো ।
বি.দ্র.: আমার চিঠির উত্তর না দিলে কিন্তু আমি আয়রন ম্যান আর নাতাশা মারা যাওয়ার পর যতটা কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে বেশি কষ্ট পাব। বলা যায় না, হাল্কের মতো সবকিছু ‘স্ম্যাশ’ও করতে পারি। মাথায় রেখো কিন্তু।
ফারিহা তাসনীম
অষ্টম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর
কিআ: আমি যখনই কল্পনা করলাম, ফেব্রুয়ারি সংখ্যায় নিজের চিঠি দেখতে না পেয়ে ফারিহা হাল্কের মতো কিআটা ‘স্ম্যাশ’ করছে, সঙ্গে সঙ্গে আর দেরি না করে চিঠিটা ছেপে দিলাম। এ যাত্রায় মনে হয় বেঁচে গেলাম, কী বলো? তবে আমাকে নিক ফিউরি অ্যাভেঞ্জারে যোগ দেওয়ার প্রস্তাব দিলে কি আমি একা যাব ভেবেছ? তোমাদের তো সঙ্গে নিতে হবে। তোমরা ছাড়া আমার সুপারপাওয়ার কোনো কাজেই আসবে না। যা-ই হোক, মার্বেল-সংখ্যা ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। তোমার আঁকা ছবিটা দারুণ হয়েছে। ভালো থেকো।