শাজিয়ার প্রিয় বিড়াল মিয়াও

বিড়ালরয়টার্স

প্রিয় কিআও,

আমি শাজিয়ার প্রিয় বিড়াল মিয়াও বলছি। তুমি জানো, শাজিয়া কিআ কতটা পছন্দ করে? ও তো পারলে সারা দিন কিআ পড়ে। তবে আজকাল ও খুব চিন্তিত থাকে। কারণটা আমি বুঝতে পেরেছি। সামনে আসছে ওর প্রিয় বন্ধু নাবিহার জন্মদিন। ওকে কী উপহার দেবে, তা নিয়ে এত চিন্তা। তবে আমি একটা বুদ্ধি পেয়েছি। সে জন্য তোমার সাহায্য লাগবে। প্রথমে তোমাকে অবশ্যই চিঠিটা ছাপতে হবে। তারপর তুমি দয়া করে নাবিহাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ো। এটাই হবে নাবিহার উপহার। আর শাজিয়া কিআ খুলে চমকে যাবে। আশা করি, তুমি সাহায্য করবে।

মিয়াওয়ের পক্ষে

শাজিয়া ইসলাম

ষষ্ঠ শ্রেণি, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর

কিআ: এত শিক্ষিত ও সচেতন বিড়াল অনেক দিন পর দেখলাম। কী চালাক দেখো, চিঠিটা বিশ্বাসযোগ্য করার জন্য ঠিকই লিখে দিয়েছে ‘মিয়াওয়ের পক্ষে শাজিয়া ইসলাম’। মানুষের চিঠি না হয় অগ্রাহ্য করা যায়, কিন্তু একটা বিড়ালের চিঠি কীভাবে এড়িয়ে যাই? চিন্তা করো, কত কষ্ট করে ওকে কলম ধরতে হয়েছে। তাই নাবিহাকে শুভেচ্ছা জানাতেই হচ্ছে। শুভ জন্মদিন নাবিহা। ভালো থেকো তোমরা।