টেরারিয়াম নিয়ে লেখা ছাপানোর অনুরোধ
প্রিয় কিআ
আশা করি তুমি ভালো আছো। তোমাকে কতবার বলা হয়েছে মোটা হতে, অথচ তুমি আগের মতোই রয়ে গেছো। আরও বেশি করে গল্প-কমিকস খাবে। যা-ই হোক, সে কথা বাদ যাক। টেরারিয়ামের কথা তো নিশ্চয়ই জানো? আমাদের সপ্তম শ্রেণির বইয়ে টেরারিয়াম নিয়ে একটি অধ্যায় আছে। আমি চাই, আগামী সংখ্যায় তুমি টেরারিয়াম বিষয়ে একটি প্রতিবেদন ছাপবে। আরেকটা কথা, আমার চিঠি না ছাপলে তোমার সঙ্গে আড়ি, আরেকটু মোটা হও। ভালো থেকো।
নাবিত মাহমুদ ফাইয়াজ
কুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা
কিআ: গল্প-কমিকস তো খাচ্ছি। জুলাই সংখ্যায় খেয়েছি ৯টি গল্প আর ১৬ পৃষ্ঠা কমিকস। তারপরও মোটা হইনি। এটাই তো মজা। টেরারিয়াম নিয়ে অল্প অল্প জানতাম। তোমার চিঠির পর ঘাঁটাঘাঁটি করে দেখি, এ তো দারুণ ব্যাপার। খুব দ্রুতই টেরারিয়াম নিয়ে প্রতিবেদন ছাপব। অনেক ধন্যবাদ তোমার চিঠির জন্য। ভালো থেকো।