বিটিএস নিয়ে লেখা ছাপানোর অনুরোধ
প্রিয় কিআ,
সবার আগে বলো, কেমন আছো? আমি ভালো আছি। তোমারও এ বছর ১১ পড়েছে, আমারও। তোমাকে আমার পক্ষ থেকে একটা হাইফাইভ। কিন্তু পার্থক্যটা হলো, আমি তোমার থেকে ছয় মাসের বড়। মানে, আমি হয়েছি এপ্রিলে আর তুমি হয়েছ অক্টোবরে। যাহোক, তুমি আমার অনেক প্রিয়। জানো, আমি বিটিএসের ভক্ত। আমি যত দূর জানি, ২০১৮ সালে তুমি বিটিএস নিয়ে ফিচার ছেপেছিলে। এর মধ্যেও যদি ছেপে থাকো, তা নিশ্চয়ই অনেক দিন আগে। এবারে বিটিএস নিয়ে একটা ফিচার ছাপো, প্লিজ। এতে বিটিএসের ভক্তরা অনেক খুশি হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, তোমার প্রথম সংখ্যাটার নাম কী? সেটা কীভাবে পাওয়া যাবে? আমি পড়তে চাই। তোমাকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ভালো থেকো।
হৈমন্তী ঘোষ, চতুর্থ শ্রেণি, হলি ফ্যামিলি স্কুল, ময়মনসিংহ
কিআ: অর্ণবের একটা গান আছে ‘নাম ছিল না নাম ছিল না’। আমাদের প্রথম সংখ্যার অবস্থা ছিল সেরকম। কোনো নাম ছিল না। কিন্তু সংখ্যাটা এখন আর বাজারে নেই। পুরোনো বইয়ের দোকানে পেতে পারো। আর আমরা চেষ্টা করছি যেন ই-কিশোর আলোতে যেন সবগুলো সংখ্যা পাওয়া যায়। এখন ২০২১ থেকে সব সংখ্যা আছে। কাজ চলছে, আশা করি দ্রুতই সব সংখ্যা তোমরা ডিজিটালি পড়তে পারবে।