প্রত্যেক মানুষের যে খেলায় অংশ নেওয়া উচিত
প্রিয় কিআ,
তোমার ‘খেলা’ বিভাগটা খুব ভালো লাগে আমার। তুমি কি আমার একটি অনুরোধ রাখতে পারবে? আমি একজন কারাতে খেলোয়াড়, আমি চাই, তুমি কারাতে সম্পর্কে কিছু ছাপাও। তাহলে আমার মতো অনেক কারাতে খেলোয়াড়কে উৎসাহিত করবে। আমি মনে করি, প্রত্যেক মানুষের এই খেলায় অংশ নেওয়া উচিত। মানুষের শরীর ও মন উভয়ই ভালো রাখবে এই খেলা। তুমি ছাপাবে তো? ভালো থেকো তুমি।
মো. আজমাইন ফিদা
সপ্তম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: তুমি ঠিকই বলেছ। সবারই কারাতে শেখা দরকার। অবশ্যই আমরা কারাতে নিয়ে লেখা ছাপব। খুব ভালো একটা আইডিয়া দিয়েছ। অনেক ধন্যবাদ তোমাকে।
আরও পড়ুন