আম্মুরা সব জানে
প্রিয় কিআ
তোমার মনে আছে, গত সংখ্যায় ‘আমরা সবাই রাজা’ বিভাগে ‘প্রতিবিম্ব’ নামে একটি গল্প ছেপেছিলে৷ গল্পটা আমি পাঠিয়েছিলাম। গল্পের শেষ দিকে দেখা যায়, আমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই ভয় পেয়েছি৷ ওটা ছাপার পর আমার সঙ্গে একটি মজার ঘটনা ঘটে যায়! শুনবে? গত ৫ জানুয়ারি আমি পত্রিকা বিপণি থেকে কিআ কিনে বাসায় আসি৷ এসে দেখি, বাসার আয়নাটা টয়লেটের বিপরীত দিকে ঘুরিয়ে রাখা হয়েছে৷ আমি মনে মনে ভাবতে থাকলাম, আয়নাটা তো টয়লেটের দিকে ছিল৷ তারপর এটা নিয়ে আর না ভেবে বিছানায় শুয়ে কিআ পড়া শুরু করি৷ কিআ খুলে দেখলাম, আমার একটি চিঠি আর প্রতিবিম্ব গল্পটি ছাপা হয়েছে৷ আম্মুকে দেখালাম৷ প্রতিবিম্ব গল্পটা পড়ে আম্মু আমাকে বলল, তুমি যাতে নিজের প্রতিবিম্ব দেখে ভয় না পাও, সে জন্য আয়নাটা ঘুরিয়ে ফেলেছি৷ এই ঘটনা আম্মু কীভাবে জানল?
মো. নানজিব ফাহিম
অষ্টম শ্রেণি, বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
কিআ: এ প্রসঙ্গে একটা কথাই বলার আছে—আম্মুরা সব জানে।