হাসপাতালের বিছানায় কিআ পাঠক
প্রিয় কিআ,
আমি তোমার নতুন পাঠক। অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি ছিলাম, কিছুই ভালো লাগছিল না। ঠিক সে সময় বাবা এনে দিলেন কিশোর আলো। ভেবেছিলাম কীই–বা আছে এতে। কিন্তু যখন পড়া শুরু করলাম, মনে কৌতূহল জাগল। গল্পগুলো পড়ে আমি ভীষণ ভালো সময় কাটিয়েছি। আমার একলা সময়ের বন্ধু তুমি। তোমাকে ধন্যবাদ।
সাজনিয়া রহমান
দশম শ্রেণি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
কিআ: তোমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শুনে খুবই মন খারাপ হলো। হাসপাতাল খুব কঠিন একটা জায়গা। কী হয়েছিল? এখন কেমন আছ, তা লেখোনি। জানতে ইচ্ছা করছে। আশা করছি, তুমি এখন সুস্থ আছ। হাসপাতালের কঠিন সময়ে একটু হলেও তোমার কাজে আসতে পেরেছি, এটা ভেবে আমরা গর্বিত। তোমার সুস্বাস্থ্য কামনা করছি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য।