প্রতি মাসের শুরুতে আমি কিআর জন্য অপেক্ষা করি
প্রিয় কিআ,
আজই ফেব্রুয়ারি সংখ্যা হাতে পেয়েছি। কিআ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখছিলাম তুমি আমার চিঠি বা লেখা ছেপেছ কি না। যখন দেখলাম ছাপাওনি, তখন আমার কত কষ্ট লেগেছে, তা তুমি বুঝবে না। আমি তখন বিজ্ঞান বই পড়ছিলাম। লেখা ছাপাওনি দেখে আমার মুডটাই খারাপ হয়ে গেছে। যার কারণে পড়ায়ও মন বসছিল না। তুমি কি তোমার পাঠকদের ভালোবাসো না? আমি তোমাকে ২০২৪ সালের জুলাই মাস থেকে টানা চিঠি লিখছি। অনেক কষ্ট করে, সুন্দর করে চিঠিগুলো আমি লিখেছিলাম। আমার চিঠি কি তোমার কাছে পৌঁছায় না? নাকি আমার হাতের লেখা বাজে? আমি কি সুন্দর করে চিঠি লিখি না? প্রতিটা মাসের শুরুতে আমি কিআর জন্য অপেক্ষা করি এবং আমার লেখা কিআতে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। তোমার প্রতি আমি অনেক রাগান্বিত। রাগ ভাঙাতে হলে মার্চ মাসে ‘বিটিএস’ নিয়ে ফিচার ছাপাবে। চিঠির উত্তর লিখে সরি বলবে।
নুসাইবা বাশার
সপ্তম শ্রেণি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: সেকি! এবার দেখছি সবাই রেগে আছে। এ জন্যই আমরা এবার একটা কাজ করেছি। তোমরা কতটা রেগেছ, সেটা পরীক্ষা করে দেখা দরকার। সে জন্যই আছে নিজেকে জানো। তোমরা একটু পরীক্ষা করে দেখো, তোমরা কতটা রাগী। আর বিটিএস নিয়ে ফিচার ছাপতে না পারলেও তোমার চিঠি না ছাপানোর জন্য আনুষ্ঠানিকভাবে সরি বলছি। সরি নুসাইবা।