নিবন্ধনের সময় শেষ

প্রিয় কিআ,

তোমাকে অনেকবার চিঠি লিখেছি, একটাও তুমি ছাপোনি। তাই এবার আর গুছিয়ে লিখব না (জানি তুমি ছাপবে না)। নাই–বা ছাপলে, অন্তত ই–মেইলে রিপ্লাই তো দিতে পারতে? আচ্ছা বাদ দাও। এই মাসে আমার ইচ্ছা ছিল কিআড্ডায় যাওয়ার। আগে কখনো যাইনি। কিআড্ডার ফর্মের লিংকে ঢুকলাম। ঢুকে মনোযোগ দিয়ে সময় নিয়ে নিয়মগুলো পড়তে লাগলাম। পড়া–টড়া শেষ করে নিচে দেখি ফরমের মধ্যে লেখা, ‘নিবন্ধনের সময় শেষ। আগামী সভায় চেষ্টা করো।’ কেমন লাগে! এবার যাওয়া হলো না। দেখি পরে কোনো একবার চেষ্টা করে।

বি.দ্র. আমি এই চিঠিটা একটুও গুছিয়ে লিখিনি। কারণ, আমি জানি তুমি এই চিঠিটা ছাপবে না। চিঠিটা তোমার কাছে পৌঁছাবে কি না, সে বিষয়েও আমি সন্দিহান।‌ তুমি যেহেতু আমার কোনো চিঠি ছাপো না, সে জন্য আমি আসলে তোমাকে জ্বালাতন করার জন্য এই চিঠিটা পাঠিয়েছি। ভালো থেকো।

সামিয়া আফরিন, নবম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: আমাকে জ্বালানোর জন্য অনেক ধন্যবাদ। তুমি কিআড্ডায় আসতে পারোনি জেনে খারাপ লাগল। মজা হতো এলে। পরেরবার কিআড্ডার ১০০তম আয়োজন। আশা করি আসবে। ভালো থেকো।

আরও পড়ুন