মিনিমালিস্ট হওয়া কি বাধ্যতামূলক?

প্রিয় কিআ,

জুন সংখ্যায় তুমি মিনিমালিজমের কথা বলেছিলে না? জানো, আমার না একটা রেডিওর প্রয়োজন ছিল। পেয়েও গিয়েছি সেটা, নানার কাছ থেকে। তাঁর কাছে চারটা রেডিও ছিল, সেখান থেকে একটা নিয়েছি। রেডিওটা ডিজিটাল, অনেক ফিচার আছে। সময় দেখা যায়, বেতারকেন্দ্রগুলো থেকে নানা কিছু শোনা যায়। আরও বেশ কিছু অপশন আছে। এই রেডিও আধুনিক হওয়ায় আমার এটা ভালো লাগে। আমি রেডিওটা বাড়িতে নিয়ে আসি। বেশ ভালোই কাজ করছে এটা। এখন এটা কিন্তু ঠিক মিনিমালিস্টিক হলো না। তবে আমার প্রশ্ন হলো, মিনিমালিস্টিক হওয়া কি বাধ্যতামূলক?

আমানি রশিদ

সপ্তম শ্রেণি, স্যার জন উইলসন স্কুল, ঢাকা

কিআ: মিনিমালিজম বাধ্যতামূলক নয়। তবে তোমার যেটা প্রয়োজন নেই, সেটা না কেনাটা বৃহত্তর স্বার্থের জন্য ভালো। মূল বিষয়টা হলো, অপ্রয়োজনীয় জিনিস না কেনা। রেডিওটা তো তোমার প্রয়োজন ছিল। নানার কাছে চারটি রেডিও আছে। নতুন করে আরেকটি না কিনে তুমি নানার একটি রেডিও নিয়ে চালাচ্ছ। এটা যেহেতু ঠিকঠাক চলছে, ফলে নতুন কেনার প্রয়োজন নেই। আমরা অনেক সময় যা করি, একটা রেডিও দরকার, আমরা ভিন্ন ব্র্যান্ডের দুটি-তিনটি কিনে ফেলি। সেটা একটা চিন্তার বিষয়। তুমি যে বিষয়টি নিয়ে ভেবেছ, এ জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থেকো।

আরও পড়ুন