ক্যাডেট কলেজ নিয়ে লেখা ছাপাও

ক্যাডেটঅলংকরণ: আপন জোয়ার্দার

প্রিয় কিআ,

বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোর অনেক ক্যাডেটই কিআ পড়ে। নিয়মিত পড়তে না পারলেও ছুটি হলে যেসব সংখ্যা পড়া হয়নি, অনেকেই সেগুলো বাড়ি গিয়ে পড়ে ফেলে। তাই ক্যাডেট কলেজ অথবা ক্যাডেটদের সম্পর্কে কিআতে কোনো ফিচার বা লেখা ছাপালে আমরা সবাই খুব খুশি হব (যদিও আমার মনে হয়, ক্যাডেট কলেজ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। ক্যাডেট কলেজ নিয়ে আস্ত একটা সংখ্যাই করা সম্ভব)। আশা করি তুমি আমাদের নিরাশ করবে না।

ক্যাডেট জারিফ

সপ্তম শ্রেণি, পাবনা ক্যাডেট কলেজ, পাবনা

কিআ: অনেক ধন্যবাদ জারিফ। তোমার কথা ঠিক। ক্যাডেট কলেজ সম্পর্কে আসলেই আমরা খুব বেশি কিছু জানি না। তবে আমাদের এই অজ্ঞতা সবচেয়ে ভালো দূর করতে পারে ক্যাডেটরাই। তোমরা যদি ছুটিতে বাড়ি ফিরে তোমাদের ক্যাডেটজীবনের গল্প লিখে পাঠাও, আমরা অবশ্যই ছাপব। পাশাপাশি আমরা চেষ্টা করব ক্যাডেট কলেজ নিয়ে লেখা ছাপতে। সব ক্যাডেটকে শুভেচ্ছা। ভালো থেকো তোমরা।

আরও পড়ুন