শিক্ষিকাদের আপুমণি আর শিক্ষকদের ভাইয়া ডাকতে হয়

প্রিয় কিআ,

তুমি যে আমার প্রথম চিঠিটা ছেপেছ, এই কারণে আমি অনেক খুশি হয়েছি। আমি খুব একটা ভালো নেই। খুব গরম পড়েছে। জানো, আমার বেস্ট ফ্রেন্ড হলো দেবস্মিতা। ওর নামটা একটু বড়, তাই ওকে আমি দেবু বলে ডাকি। অনেক সুন্দর গান গাইতে পারে দেবু। এ জন্য ওকে সব আপুমণি পছন্দ করে। তুমি বোধ হয় আপুমণির ব্যাপারটা বুঝতে পারছ না। আমাদের স্কুলে শিক্ষিকাদের আপুমণি আর শিক্ষকদের ভাইয়া ডাকতে হয়। আশা করি বুঝতে পারছ।

ত্রিধা সেন

তৃতীয় শ্রেণি, নালন্দা উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: ধন্যবাদ ত্রিধা। তোমাদের স্কুলটা তো বেশ মজার মনে হচ্ছে। তুমি তোমার স্কুলের কথা লিখে পাঠাও। আচ্ছা ভালো কথা, ত্রিধার মতো তোমরাও কিন্তু তোমাদের স্কুল নিয়ে লিখতে পারো। ‘আমাদের স্কুলে এতজন শিক্ষার্থী, এতজন শিক্ষক আছে’—এ রকম নয়। স্কুলের এমন কোনো ব্যাপার, যেটা অন্যরা শুনলে অবাক হবে বা মজা পাবে। তোমার স্কুলে এমন কী আছে, যেটা অন্য স্কুলে নেই? লিখে পাঠাও আমাদের।

আরও পড়ুন