আবদারহীন সাদামাটা চিঠি
প্রিয় কিআ,
জানি, আমি খুব দেরি করে তোমাকে চিঠি লিখেছি। কিন্তু কিছু করার নেই। আমি ১৮ তারিখ তোমাকে পেয়েছি, তাই আর কি এত দেরি করে ফেললাম। তো যা–ই হোক, আসল কথায় আসি, তোমার গানের টেস্ট তো ভালোই। আমার কাছে ‘স্নোম্যান’ গানটি ভালো লেগেছে। আর ‘না ঘুমানোর গান’ শুনে আমার ঘুম তো ছুটিতে চলে গেছে। বাকিগুলোও ভালো ছিল। মিমগুলোও ভালো ছিল। আমার এই আবদারহীন, সাদামাটা চিঠিটা ছেপে দিয়ো। না দিলেও সমস্যা নেই, তুমি যে আমার চিঠি পড়বে, এটাই ভালো। বিদায়।
আজরা আহমেদ, ষষ্ঠ শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: যাক, তোমরা গানগুলো শুনেছ তাহলে। ভালো লাগল। তোমরাও কিন্তু তোমাদের প্লে লিস্ট শেয়ার করতে পারো। ভালো থেকো। এবারের গানগুলো কেমন লাগল জানিয়ো।