ভাসতে থাকো ভালোবাসার স্রোতে

কিআ জন্মদিনে সব সময়ই শুভেচ্ছা বার্তা পাঠাও তোমরা। দারুণ সব চিঠি পড়ে আমরা অনুপ্রাণিত হই। সাহস পাই নতুন কিছু করার। সাধারণত অক্টোবর মাসে চিঠিপত্তর বিভাগে তোমাদের শুভেচ্ছাগুলো প্রকাশ করি আমরা। কিন্তু এবার তোমরা সবাই অনেক শুভেচ্ছা পাঠিয়েছ আমাদের। সংখ্যাটা অনেক বেশি। ধারাভিকভাবে চিঠিগুলো ছাপছি। আজ ছাপা হলো দ্বিতীয় কিস্তি। পরে আরও কিছু চিঠি ছাপব। বিশ্বাস করো, সুযোগ থাকলে আমরা সব কটি চিঠিই ছাপতাম। দুটো কথা মনে রাখবে—এক. আমরা তোমাদের সব চিঠি পড়ি। আর দুই. আমরা তোমাদের অনেক অনেক ভালোবাসি। ১০ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সব সময়।

জন্মদিনের উপহার

অলংকরণ: সব্যসাচী চাকমা

শুভ জন্মদিইইইন (চিৎকার দিলাম)! ১০ বছর পূর্ণ করে ফেললে তুমি, কত্ত বড় হয়ে গেছ! ভেবো না, আমি খালি হাতে এসেছি। তোমার দশম জন্মদিনে আমি তোমায় উপহার দিলাম একজন নতুন পাঠক। আমার ছোট বোন পুণ্য, সে এবার নার্সারিতে পড়ে। পড়া শেখার পর থেকেই কিআ পড়ছে সে, তার পড়া শেষ হয়, তারপর আমি কিআ হাতে পাই। আর এবারের অক্টোবর মাসটা কিন্তু আমার জন্যও খুব স্পেশাল, আমার কলেজজীবনের সূচনা ঘটবে। ২০১৩ সালের পর থেকে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিলে তুমি, তুমিই আমাদের শিখিয়েছ, ‘আমার পৃথিবী অনেক বড়।’ যে বাক্য আমাদের বিশ্বজয়ের স্বপ্ন দেখায়। এমন গল্প-কবিতা-উপন্যাস ফিচার নিয়ে সব সময় পাশে থেকো আমাদের। শুভ জন্মদিন।

সুরাইয়া আলম

একাদশ শ্রেণি, হলি ক্রস কলেজ, তেজগাঁও, ঢাকা

হাসি-কান্নার সাথি

কেমন আছ? নিশ্চয়ই ভালো। এত কিশোর–কিশোরীর ভালোবাসা পেয়ে কি কখনো খারাপ থাকতে পারো? আজ তোমাকে মনের কিছু কথা লিখছি। রঙিন কৈশোর শুরু হওয়ার আগেই হাতে পেয়েছিলাম তোমায়। তারপর কিশোর বয়সের কত আনন্দ–বেদনা, অনুভূতিতে সঙ্গে ছিলে তুমি। ক্লাসের ফাঁকে, বইয়ের মাঝে, পড়ার টেবিলে, লুকিয়ে তুমি সঙ্গে ছিলে। প্রতি মাসে তোমার জন্য কত রাত অধীর আগ্রহে অপেক্ষা! কত হাসি-কান্নার সাথি হয়ে তুমি ছিলে। তোমার প্রতি পাতায় জড়িয়ে আছে জীবনের কত স্মৃতি। আর কদিন পরেই কৈশোর পেরোব, এখনো তুমি আছ সঙ্গে। তোমার সঙ্গে হৃদয়ের বন্ধন হয়ে গেছে। একটা মজার ব্যাপার কি জানো, তোমার আর আমার জন্মদিনও একই দিনে, ১ অক্টোবর। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে না? তুমি কিন্তু ভুলে যেয়ো না এই বন্ধুকে, যেমন আমি তোমাকে মনে রাখব চিরদিন। আমার মতো অগণিত ছেলেমেয়ের কৈশোরকে আনন্দোজ্জ্বল-রঙিন করার জন্য অসংখ্য ধন্যবাদ। জন্মদিনের শুভেচ্ছা আর অনেক অনেক, অনেক ভালোবাসা...

জাকারিয়া আরেফিন

বিএসটিএফ হাইস্কুল, গাজীপুর

ভাসতে থাকো ভালোবাসার স্রোতে

১০ বছরে শত বাধা পেরিয়ে অসংখ্য শিশু–কিশোরের আস্থা ও ভালোবাসা হয়ে উঠেছ তুমি। তোমাকে অনেক ধন্যবাদ। দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোমাকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ‘শুভ জন্মদিন কিআ।’ আশা করি, ভবিষ্যতেও তুমি যেন এ রকম ভালোবাসার স্রোতে ভাসতে থাকো। পাঠকদের ভালো রাখার পাশাপাশি নিজেও ভালো থেকো। তোমার জন্য অসংখ্য শুভকামনা রইল।

লামিয়া ইসলাম

অষ্টম শ্রেণি, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল, খুলনা