'আমরা সবাই রাজা' ফিরিয়ে আনো
প্রিয় কিআ,
মার্চ সংখ্যায় দেখলাম ‘আমরা সবাই রাজা’ বিভাগটি নেই। প্লিজ এ বিভাগটি ফিরিয়ে আনো। আর এপ্রিল সংখ্যায় খেলাধুলা অংশে ক্রিকেট সম্পর্কে ভালো লেখা ছাপিয়ো। আজ এ পর্যন্তই। ভালো থেকো।
মো. রোমান ইসলাম
নবম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, লালমনিরহাট
কিআ: শুধু মার্চ নয়, এ মাসেও ‘আমরা সবাই রাজা’ বিভাগটা নেই। মার্চ–এপ্রিল দুই মাসেই উপন্যাস ও গল্প বেশি, খেয়াল করেছ নিশ্চয়ই। মূলত জায়গার অভাবেই আমরা সবাই রাজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। মে মাসেই বিভাগটা আবার ফিরে আসবে।