আজ আমার ভীষণ মন খারাপ

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আজ আমার মনটা ভীষণ খারাপ। আমার পাঠ্যবইগুলো তোমাকে হিংসে করে আমায় শাস্তি দিচ্ছে। কী শাস্তি জানো? তারা আমার ওপর পড়ার চাপ এত বেশি দিচ্ছে যে আমি তোমাকে ঠিকমতো পড়ার সময়ই পাচ্ছি না।

নাফিছা

দশম শ্রেণি, আল মারকাযুল ইসলামী আস সালাফী, রাজশাহী

কিআ: ওদের আরও হিংসা করতে দাও। অতিরিক্ত হিংসায় ওরা যখন জ্বলেপুড়ে যাবে, তখন তোমাকে আর পাঠ্যবই পড়তে হবে না। তবে নতুন বই কিনতে হলে আমার দোষ নেই। আরেকটা কাজ করতে পারো, পাঠ্যবইয়ের মলাট কপি করে তার ভেতর কিআ রেখে পড়বে। এ ছাড়া যখনই পাঠ্যবইগুলো তোমাকে পড়ার চাপ দেবে, তুমি ওদের সামনে ‘গণিতের মজা’ সংখ্যাটা তুলে ধরবে। ওদের কনফিউজড করে দেবে যে তুমি আসলে পাঠ্যবই পড়ছ।

আরও পড়ুন