কিআ পাঠকের বইমেলা
প্রিয় কিআ,
১৬ ফেব্রুয়ারি আমি গিয়েছিলাম অমর একুশে বইমেলায়। মেলায় ঢুকে প্রথমা প্রকাশন খুঁজতে আমি পুরো মেলা তিনবার হেঁটেছিলাম। কিন্তু কই প্রথমা প্রকাশন? এরপর যখন রাত হলো, তখন আমি দূর থেকে লোগো দেখেই বুঝে গিয়েছিলাম, এটা প্রথমা প্রকাশনের লোগো। তারপর প্যাভিলিয়ন থেকে দুটি বই নেওয়ার পর দেখি, আমার কিছু টাকা কম আছে। কিন্তু প্যাভিলিয়নের একজন আপু ছিলেন—জান্নাতুল বুলবুল। তিনি বুঝতে পেরে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন। তিনি যদি প্রথমা, প্রথম আলো, কিআ বা বিজ্ঞানচিন্তার সদস্য হয়ে থাকেন, তবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ো।
আমি কিনেছিলাম ইসমাইল আরমানের দূরের দ্বীপ আর আদনান মুকিতের দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি।
সাঈদ সারোয়ার
কিআ: বাহ্, দারুণ তো! আমরা খোঁজ নিয়ে জান্নাতুল বুলবুলকে তোমার ধন্যবাদ পৌঁছে দেব। অনেক ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।
আরও পড়ুন