টাইম মেশিন আবিষ্কার হলে অতীতে গিয়ে ভাষা আন্দোলন দেখে আসতাম
প্রিয় কিআ,
জানো, আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। আর যখনই মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনবিষয়ক কোনো বই পড়তাম, তখন মনে হতো, ইশ্! আমি যদি সে সময় থাকতাম, তাহলে দেখতে পেতাম কীভাবে একটা আন্দোলনকে পুরো দেশের সাধারণ মানুষ সমর্থন করে, আন্দোলনে যোগ দেয়। আমি কখনো কোনো আন্দোলন দেখিনি। তাই ভাবতাম, আমি বেঁচে থাকতে কখনো যদি টাইম মেশিন আবিষ্কার হয় এবং আমাকে সেটা ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে আমি অতীতে গিয়ে ভাষা আন্দোলন দেখে আসতাম। একবার হুমায়ূন আহমেদের একটি বইয়ে পড়েছিলাম, ‘প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না।’ হয়তো তিনি ঠিকই বলেছিলেন। কোটা আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেন অতীতের ঘটনার পুনরাবৃত্তি। আবু সাঈদ ভাইয়ার সেই আত্মবিশ্বাসী বুকটা আমি প্রায়ই চোখের সামনে দেখি। আর পানির বোতল দেখলে মুগ্ধ ভাইয়ার কথা মনে পড়ে। এ রকম আরও অনেকেই শহীদ হয়েছেন। টিভিতে আন্দোলনের চিত্র দেখলেই মনে হয়, ভাষা আন্দোলন নিয়ে কোনো মুভি দেখছি।
নাহিয়ান ওযাযিজা
৭ম শ্রেণি, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পঞ্চগড়
কিআ: সত্যিই তাই। শত শত মানুষের প্রাণের বিনিময়ে নতুন করে দেশকে গড়ার সুযোগ পেয়েছি আমরা। আশা করি, এবার সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। ‘দরজার ওপাশে’ বইয়ে হুমায়ূন আহমেদ যেমন লিখেছিলেন, আশা করি প্রকৃতি আমাদের এই ইচ্ছাও অপূর্ণ রাখবে না। ভালো থেকো।