মুঠোফোন ফটোগ্রাফি শিখতে চাই
প্রিয় কিআ,
জানো, আমি সেলফি ভালোভাবে তুলতে পারলেও ছবি ভালো তুলতে পারি না। আমি মুঠোফোন ফটোগ্রাফি শিখতে চাই। এ ব্যাপারে আগ্রহ থাকলেও কীভাবে শুরু করব, বুঝতে পারছি না। আমাকে একটু সাহায্য করবে?
সারাফ নাওয়ার
দশম শ্রেণি, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা
কিআ: অবশ্যই। তোমার যেহেতু আগ্রহ আছে, তার মানে অর্ধেক কাজ হয়েই গেছে। এখন করতে হবে চেষ্টা। তুমি ছবি তুলতে থাকো। ছবি তুলতেই তুলতেই তুমি ফটোগ্রাফার হয়ে উঠবে। আমরাও চেষ্টা করব এ বিষয়ে কোনো লেখা ছাপানোর। ভালো থেকো।
প্রিয় কিআ,
আমি তোমাকে পড়ছি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে। এর আগেও পড়েছি কিন্তু নিয়মিত পড়ছি ফেব্রুয়ারি থেকে। আমার আগে তোমাকে পড়তে ভালো লাগত না। আদনান মুকিতের ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’ আমাকে তোমাকে পড়তে উৎসাহিত করেছে। এ জন্য আমার পক্ষ থেকে তুমি আদনান মুকিতকে ধন্যবাদ জানিয়ে দিয়ো। আর এ মাসে ‘বুদ্ধির ঝিলিক’ কেন ছাপাওনি? ঠিক আছে, এখানেই শেষ করছি।
প্রীতি, নবম শ্রেণি, শহীদ মনু মিঞা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা
কিআ: আদনান মুকিত তোমার ধন্যবাদ পেয়ে গেছে। শুভেচ্ছাও জানিয়েছে তোমাকে। বুদ্ধি ইদানীং ঝিলিক দিচ্ছে না। তোমাদের তো অনেক বুদ্ধি। একটু ধার দাও আমাদের। তারপর আবার আমরা বিভাগটা চালু করব। ভালো থেকো।