আমার প্রিয় কিআ

আমার আছে কিআ ব্যাজ, তোমার আছে কি!

অনেকগুলো প্রিয় জিনিস আছে। এর মধ্যে কিআ একটি। এটি কীভাবে আমার প্রিয় হয়ে ওঠে, এ কথাই আমি বলব। আগে কিআ বা কিশোর আলো কী, সত্যিই আমার কোনো ধারণা ছিল না। আমার কিআ পড়া শুরু হলো যখন দেখলাম আমার বন্ধুরা প্রায় সবাই কিআ পড়ে। হঠাৎ আমার মাথায় এল, একটা কিআ বন্ধুর কাছ থেকে নিয়ে পড়ে দেখি। তো আমি একটা ভূতের কিআ নিলাম। পড়ে তো আমি অবাক। কিআ যে এত সুন্দর হয়, ভাবতেই পারিনি। কিআ পড়লে কত কিছু জানা যায়। তখন থেকে ধীরে ধীরে কিআ আমার মনে জায়গা করে নিয়েছে। আস্তে আস্তে আমার প্রিয় জিনিস হয়ে উঠেছে।

গত আগস্ট সংখ্যা হতে আমি কিশোর আলো পড়া শুরু করেছি। এই সংখ্যায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে আমার এক বন্ধু। আমি সেপ্টেম্বর সংখ্যায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।

শ্রী কাব্য সাহা, ষষ্ঠ শ্রেণি, গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়