আমার বাবাই সেরা

বাবাএআই দিয়ে তৈরি ছবি

প্রিয় কিআ,

মার্চ ২০২৫–এর সংখ্যাটাই আমার প্রথম কিআ। এর আগেই তোমাকে অনেক লাইব্রেরিতে দেখেছি। তবে তখনো আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করেনি। এবার তোমার রঙিন মলাট খুবই চমৎকার লাগল আমার কাছে। তাই কিনে দেওয়ার জন্য বাবার কাছে আবদার করতেই হাতে পেয়ে যাই। জানো তো, প্রসঙ্গ যখন আমার সব ইচ্ছা পূরণ করার, তখন আমার বাবাই সেরা—এটা হলো চিরন্তন সত্য।

মুনতাহা নূর

চতুর্থ শ্রেণি, আইসিএলএস, নোয়াখালী

কিআ: ঠিকই বলেছ। ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাবারাই সেরা। তোমার বাবাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর তোমাকেও ধন্যবাদ সুন্দর চিঠির জন্য। ভালো থেকো।

আরও পড়ুন