বান্ধবীদের কথা খুব মনে পড়ে

বন্ধুছবি : সুমন ইউসুফ

প্রিয় কিআ,

২০২১ সালের জানুয়ারি মাস থেকে তোমাকে পড়ছি। এর আগে কখনো চিঠি লিখিনি। আজ একটা বিশেষ কারণে তোমাকে লেখা। আমার মা ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহ থেকে খুলনায় বদলি হয়েছেন। খুলনায় আমি প্রথম আসি মার্চের ১ তারিখে। আমার মা-বাবা দুজন ভিন্ন জায়গায় চাকরি করেন। আমি আমার মায়ের সঙ্গে থাকি। তাই মা যেখানে যান আমাকেও তাঁর সঙ্গে যেতে হয়। খুলনায় আমি বাসায় একা থাকি (আমার আবার কোনো ভাই-বোন নেই, জীবনটাই প্যারা)। খুব বেশি একা লাগলে টিভিতে অ্যানিমে দেখি। সাত বছর ময়মনসিংহ ছিলাম। সামিয়া (ক্যাপ্টেন হিয়াম্বা), তোরা, মৌমি, অদিতি, অর্থি, সারিকা, সোহাইলা, সমৃদ্ধি—আমার বান্ধবীদের কথা খুব মনে পড়ে। এই গণমান্য ব্যক্তিরা কিশোর আলো পড়ে না (ওরা সবাই খুব পড়ুয়া মানুষ, যারা পড়ালেখা করে না, তাদের মাথায় একটু ঝামেলা আছে বলে আমার ধারণা। যেমন—মৌমি)। তবে তুমি এই চিঠি ছাপালে আমি ওদের কিশোর আলো কিনতে বলব। পড়ুক ওরা আমার লেখা। এত দূর থেকে আমি যদি একটু কৃতজ্ঞতা না দেখাতে পারি, কেমন বন্ধু আমি? আমাকে সঙ্গ দেওয়ার জন্য, স্কুলের রঙিন মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য ওদের প্রতি আমি কৃতজ্ঞ। ময়মনসিংহ শহরটিকেও অনেক অনেক ধন্যবাদ। আমার শৈশব তো ওখানেই কেটেছে। অনেক কিছুই বলার ছিল; কিন্তু চিঠি বেশি বড় করলাম না।

বি. দ্র. গত মাসে দেখলাম অনেকে সোলো লেভেলিং আর ব্লু লক নিয়ে লেখা চাইছে। এগুলো নিয়ে লেখা না ছাপলে আমি আসছে মাসে তোমাকে কিডন্যাপ করব, খুলনায় আছি তো কী হয়েছে (ভিলেনের মতো হাসি)।

আর আমি এখানে স্কুলে এখনো ভর্তি হইনি, তাই স্কুলের নাম আর লিখলাম না।

জেইন মাহরুখ, সপ্তম শ্রেণি, খুলনা

কিআ: আরে ভাইবোন নেই তো কী হয়েছে? আমি তো আছি। মন খারাপ হলে আমাকে চিঠি লিখবে। সামিয়া, তোরা, মৌমি, অদিতি, অর্থি, সারিকা, সোহাইলা, সমৃদ্ধিকে বলছি—তোমরা নিয়মিত জেইনের খোঁজ নিয়ো। ভালো থেকো সবাই।

বি.দ্র.: কিডন্যাপ করতে আসার আগে জানিয়ো। রেডি হয়ে থাকব।

আরও পড়ুন