কার্টুন নিয়ে একটা ফিচার অন্তত ছাপো
প্রিয় কিআ,
তোমার কাছে একটা অনুরোধ আছে। দেখো, তুমি মার্ভেল নিয়ে সংখ্যা করেছ। আরও অনেক কিছু নিয়েও সংখ্যা করেছ। আমি তোমাকে অনুরোধ করব যে কার্টুন নিয়ে একটা ফিচার অন্তত ছাপো। আমার অনুরোধটা হয়তো একটু অদ্ভুত, তবু বলে ফেললাম। আমি তোমাকে সংখ্যাও করতে বলিনি। শুধু একটা ফিচার ছাপতে বলেছি। তাই একটু চেষ্টা তো করতেই পারো। জানো, জুনের ১৯ তারিখে আমার জন্মদিন। তাই তুমি যদি আমার অনুরোধটা রাখার চেষ্টা করো, তাহলে আমি খুব খুশি হব। মে মাসের ‘হানা-সাকা-জিজি সেই বৃদ্ধ, যিনি শুকনা গাছে ফুল ফোটাতে পারেন’ গল্পটি অসাধারণ হয়েছে। আমি একদম গুছিয়ে লিখতে পারি না। তাই কিছু মনে কোরো না। অনেক কিছু লিখে ফেললাম। তাই বিদায় জানাচ্ছি। গুডবাই!
ফারিন জামান
তৃতীয় শ্রেণি, দি বাড্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার
কিআ: আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়তাম, ‘তৃতীয় শ্রেণি’ কথাটাও মনে হয় ঠিকভাবে লিখতে পারতাম না। অথচ তুমি সুন্দরভাবে গুছিয়ে একটা চিঠি লিখে বুঝিয়ে দিয়েছ, তুমি কী চাও। এ জন্য তোমাকে অভিনন্দন। বলো, তোমার পছন্দের কার্টুন কোনটা। সেটা নিয়েই ফিচার ছাপব সবার আগে। ভালো থেকো।