'চিঠিটা আমি অনেক কষ্ট করে পাঠিয়েছিলাম'
প্রিয় কিআ,
গত মাসে আমার লেখা চিঠিটা ছাপোনি জেনে কিছুটা দুঃখ পেয়েছি। কারণ, চিঠিটা আমি অনেক অনেক কষ্ট করে পাঠিয়েছিলাম। মনে হতে পারে, কী রকম কষ্ট! আসলে আমি চিঠি লিখে সেটার ছবি তুলে বাবাকে পাঠিয়েছি, বাবা সেটাকে প্রিন্ট করে তোমাকে পাঠিয়েছে। এ ছাড়া প্রথমবার তোমাকে চিঠি পাঠিয়েছিলাম। অনেক ভয়ে মনের কিছু কথা গল্প আকারে পাঠিয়েছি। আমি জানি না, তুমি দুটির একটিও ছাপাবে কি না (আমি তোমার উত্তরের জন্য আগ্রহী।)
জুহানা মোহসীন
ষষ্ঠ শ্রেণি, মতিঝিল মজেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: আমি তোমার কষ্টটা বুঝতে পারছি জুহানা। তুমি কষ্ট পেয়েছ বলে আমি খুবই দুঃখিত, কিন্তু ছবি তুলে পাঠালে সেটা আমরা ছাপতে পারব না। হাতে লিখে পাঠালে ডাকে পাঠাবে, এখন যেভাবে পাঠিয়েছ। আর যদি ই–মেইল করতে চাও, তাহলে টাইপ করে পাঠাবে। ছবি বা পিডিএফ পাঠালে সেটা অধিকাংশ ক্ষেত্রেই আমরা ছাপতে পারব না। বুঝতে পেরেছ?