আবদার পূরণ করে ফেলেছে কিআ

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

জানি না তুমি চিঠিটা ছাপবে কি না কিংবা পড়বে কি না। তবু তোমাকে একপ্রকার বাধ্য হয়ে লিখছি। শুধু তোমাকে ধন্যবাদ জানানোর জন্য। গত মাসে আমার পাঠানো চিঠিটা পড়েছিলে কি না, আমি জানি না। সেখানে আমি তোমাকে বই নিয়ে একটা সংখ্যা করার অনুরোধ করেছিলাম। তুমি চিঠিটা না পড়ো বা না ছাপাও, বই নিয়ে একটা সংখ্যা ঠিকই করেছ। সে জন্য আমি অনেক বেশি খুশি। আমি জানি না তোমাকে কীভাবে ধন্যবাদ জানাব। তোমার কাছে সব সময় আমার এই একটা আবদারই ছিল, যেটা তুমি পূরণ করে ফেলেছ। তোমার কাছে এখন আমার আর কোনো আবদার নেই। তোমার প্রতিটি সংখ্যাই সব সময় অসাধারণ হয়। কিন্তু গত সংখ্যায় বই নিয়ে লেখার জন্য সেটা একটু বেশিই অসাধারণ হয়েছিল। আমি অনেক খুশি। তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ (যদিও তোমাকে এভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না)। এই মাসে আমার জন্মদিন। আমার ইচ্ছা, তুমি আমার এই চিঠি ছাপিয়ে আমার জন্মদিনের সারপ্রাইজ দাও। যদিও চিঠি না থাকলে আমি খুব বেশি মন খারাপ করব না, কিন্তু ছাপালে একটু বেশি খুশি হব, আর এটাই হবে আমার জন্মদিনে পাওয়া সবচেয়ে বড় উপহার।

তোমাকে আবারও ধন্যবাদ জানিয়ে চিঠিটা এখানেই শেষ করছি। ভালো থেকো।

সাদিয়া ইসরাত, অষ্টম শ্রেণি, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা

কিআ: অনেক ধন্যবাদ সাদিয়া। তোমার চিঠি আমরা পড়েছি। যদিও আগেই আমরা বই নিয়ে সংখ্যার পরিকল্পনা করেছিলাম, কিন্তু তোমার চিঠি সেটাকে আরও জোরদার করেছে। অনেক ধন্যবাদ সুন্দর চিঠির জন্য। আর শুভ জন্মদিন। আশা করি, জন্মদিনে অনেক অনেক বই উপহার পাবে তুমি।

আরও পড়ুন