ব্ল্যাকপিংক নিয়ে কিছু ছাপতে হবে
প্রিয় কিআ,
আমরা তোমার অনেক পুরোনো পাঠক। ‘আমরা’ লিখছি; কারণ, আমরা এখানে ছয়জন। আমরা হলাম নানজীবা, সারা, সুহা, ঐন্দ্রিলা, তারিন, সামিহা। তোমাকে একসঙ্গে চিঠি লেখার কারণ হলো যেন তোমার ছাপতে কষ্ট না হয়। তাই আমাদের চিঠি তোমাকে অবশ্যই ছাপাতে হবে। এবার মূল কথায় আসা যাক। আমাদের কিছু আবদার আছে। আমরা সবাই কে-পপ গ্রুপ ব্ল্যাকপিংকের (BLACKPINK) ভক্ত। তাই তোমার কাছে আবদার রইল যে তুমি ব্ল্যাকপিংক নিয়ে কিছু ছাপবে। আর ‘অ্যানিমে–কথন’-এ অ্যাটাক অন টাইটান, ব্লু লক, টোকিও ঘৌল নিয়ে প্রান্ত ঘোষ দস্তিদারের কাছে লেখা চাই। আশা করি, আমাদের চিঠিটা ছাপবে আর আবদারগুলো পূরণ করবে। বিদায়।
নানজীবা, সারা, সুহা, ঐন্দ্রিলা, তারিন, সামিহা
অষ্টম শ্রেণি, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
কিআ: তোমাদের আবদার অবশ্যই পূরণ করার চেষ্টা করব। তবে একটা কথা মনে হলো, তোমরাও তো ব্ল্যাকপিংকের মতো একটা ব্যান্ড খুলে ফেলতে পারো। তোমাদের ছয়জনকে অনেক ধন্যবাদ।