বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ

বাংলাদেশের বিপুলসংখ্যক কিশোর-কিশোরীর মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলেছে কিআ

প্রিয় কিআ

সবাই তোমাকে বলে শুধু মোটা হতে। কিন্তু আমি বলি কি, তুমি যে রকম আছ, তা-ই ভালো। আমি জানি তোমার কেমন লাগে। কারণ, আমাকেও এই কথা বলা হয়। তখন আমার কত মন খারাপ হয়, তা তুমিই জানো। আমার ভালো নাম জাফনাহ নাওয়ার (তুমি আমাকে অমিয়া বলে ডেকো)। আমি ২০২২ সাল থেকে তোমার বন্ধু হয়েছি। তবে নিয়মিত পাঠক হয়েছি ২০২৩ সাল থেকে। আমার তিনটি আবদার আছে।

১. গেমিং নিয়ে কিছু ফিচার।

২. অনেকগুলো গোয়েন্দার গল্প ও কমিকস।

৩. মজার মজার ধাঁধা ও কুইজ।

প্রথমটা ও দ্বিতীয়টা না হলেও তৃতীয়টা হতেই হবে। রাগ করব না। কিন্তু তুমি চেষ্টা করবে। কারণ, ধাঁধা ও কুইজ আমার পছন্দ। তোমাকে ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য।

জাফনাহ নাওয়ার

ষষ্ঠ শ্রেণি, সহজপাঠ উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: প্রিয় অমিয়া, ২ নম্বরটা তো এবার হলো। ১ আর ৩ নম্বরটাও হয়ে যাবে। অপেক্ষা করো।

আরও পড়ুন