তোমাকে নিয়ে একটি মজার কাহিনি
প্রিয় কিআ,
তোমার প্রতি সংখ্যার প্রচ্ছদ আমার পছন্দ হয়। এবারের প্রচ্ছদও পছন্দ হয়েছে। কিন্তু গল্পগুলো পছন্দ হয়নি। গত চিঠিগুলোয় দেখলাম, যারাই তোমাকে চিঠি পাঠিয়েছে, তাদের অধিকাংশই সপ্তম শ্রেণিতে পড়ে। আমিও সপ্তম শ্রেণিতে পড়ি। কিন্তু আজ তোমাকে চিঠিটি ছাপার অনুরোধ করব, কিন্তু ছাপার দাবি রাখছি না। হয়তো লেখা অনেক এলোমেলো হবে। কিন্তু তুমি পড়লেই আমি খুশি থাকব! ওহ, তুমি কি জানো, এবার তোমাকে নিয়ে আমার একটি মজার কাহিনি হয়েছে! হকার আঙ্কেল প্রতি মাসে আমাকে কিআ দিতে দেরি করে। তাই এ মাসের কিআ পেয়েছি আগস্ট মাসের ১৩ তারিখ। সেদিন ছিল আমার ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ পরীক্ষা! পরীক্ষা দিয়ে আসার পর আমি হাতে কিআ পাই! পরীক্ষার জন্য পড়া ছিল ‘মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা’ অধ্যায় থেকে এককথায় উত্তর। এই অধ্যায় ৭৯ পৃষ্ঠায় ‘শিল্পী সাহিত্যিকদের অবদান’ আমি ভালোভাবে পড়িনি। আমি পরীক্ষা দিতে গিয়ে দেখি, প্রথম প্রশ্ন হলো, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় আয়োজন করা হয়েছিল? আমি সেই প্রশ্নের উত্তর খাতায় লিখতে পারিনি! বাড়ি ফিরে গিয়ে কিআ হাতে পেয়ে দেখি কিআর ৪৬, ৪৭ নম্বর পৃষ্ঠায় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে ফিচার ছাপা আছে! এখানে ৪৭ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় কলামে লেখা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করা হয়েছিল নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে!
মো. নানজিব ফাহিম
সপ্তম শ্রেণি, এ বি এম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কিআ: আহহা! পরীক্ষার আগে যদি কিআটা পড়তে, তাহলে আরামে লিখতে পারতে। ব্যাপার না।