অরিগ্যামি দিয়ে কফি মগ
প্রিয় কিআ,
তোমার নিশ্চয়ই মনে আছে, এ বছরের ১ম সংখ্যায় অরিগ্যামিতে কফি খাওয়ার মগ বানানোর পদ্ধতি দেওয়া হয়েছিল। আমার বানানো মগটা এখনো আছে। কিন্তু আমি এতে কফি খাই না! এটা আমার ছোট ডাস্টবিন। পড়ার টেবিলে থাকে, রাবারের ময়লা, পেনসিল কাটারের ময়লা, ছোট কাগজ আমি এতে রাখি। এমনকি নখ কেটে সেগুলোও আমি এখানে রাখি। পরে মগ ভরে গেলে ফেলে দিই। এই বুদ্ধিটা প্লিজ তুমি অন্যদের জানিয়ে দিয়ো। এতে অপচয় রোধ হবে আবার পড়ার টেবিল পরিচ্ছন্নও থাকবে, কী বলো? এবার প্রচ্ছদের কথায় আসি। আগস্ট মাসের প্রচ্ছদের মূল ভাবনা ভালো। কিন্তু এর ব্যাকগ্রাউন্ড এত হালকা কেন? একটু রঙিন না হলে কি ভালো দেখায়? পেছনে গাছপালা থাকলেও ভালো দেখায়। আশা করি, ব্যাপারটা গুরুত্বের সঙ্গে নেবে।
জ্যোতির্ময় বিশ্বাস
সপ্তম শ্রেণি, রাজশাহী বিবি হিন্দু একাডেমি, রাজশাহী
কিআ: আরে বাহ! কাগজের মগের এত গুরুত্বপূর্ণ ব্যবহারের কথা তো আমার মাথায়ই আসেনি। আমিও এ রকম একটা বানিয়ে টেবিলে রেখে দেব ভাবছি। প্রচ্ছদের ব্যাপারে তোমার ভাবনা গুরুত্বের সঙ্গে না নিয়ে কোনো উপায় দেখছি না। ভালো থেকো।